• বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগ, গ্রেপ্তার এগরা পুরসভার পুরপ্রধান
    প্রতিদিন | ০৩ জানুয়ারি ২০২৬
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান। শুক্রবার রাতে কলকাতা থেকে পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করে পুলিশ। জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ রয়েছে পুরপ্রধানের বিরুদ্ধে। পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, “এগরায় ১ নম্বর খতিয়ানের জায়গা অবৈধভাবে হস্তান্তর করার জন্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।” আজ, শনিবার ধৃত পুরপ্রধানকে আদালতে হাজির করা হবে।

    কেন গ্রেপ্তার হলেন এগার পুরসভার পুরপ্রধান? জানা গিয়েছে, এগরা পুরসভা এলাকার ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেন চেয়ারম্যান! ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সেই ভিত্তিতে ২০ ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, স্বপনবাবু পুরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করেছেন। এরফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। জেলা পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, “তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।” 

    উল্লেখ্য, এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদ আকড়ে থাকেন স্বপন নায়েক। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের ৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন।

    স্বপনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিজের চেয়ার বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। আস্থা ভোটের দিন স্বপন নায়েক রাতের অন্ধকারে অবৈধভাবে বহিরাগতদের নিয়ে পুর-অফিসে প্রবেশ করেন বলে অভিযোগ তোলেন তৃণমূলের বাকি কাউন্সিলররা। এরফলে ভোটাভুটি স্থগিত হয়ে। এরপর থেকেই এগরা শহরে কখনও পুরপ্রধানের পক্ষে, আবার কখনও বিপক্ষে পোস্টার, ব্যানার পড়তে দেখা গিয়েছে। তার মাঝেই গত ২০ডিসেম্বর  এগরার ভূমি ও ভূমি সংস্কারের পক্ষ থেকে ১ নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করা হয়েছে বলে এগরা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তারপরই এই গ্রেপ্তার।
  • Link to this news (প্রতিদিন)