• আমরা কোনও প্যারামিলিটারি সংগঠন নই, বিজেপিকে দেখে RSS-এর বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্যদের নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে। তাঁরা নিয়মিত শারীরিক প্রশিক্ষণও করেন। কিন্তু তাই বলে স্বয়ংসেবকরা কোনও আধা সামরিক বাহিনী নয়। শুক্রবার ভোপালের একটি অনুষ্ঠান থেকে এ ভাবেই সঙ্ঘের চরিত্র স্পষ্ট করে দিলেন RSS প্রধান মোহন ভাগবত। সঙ্গে স্পষ্ট ভাষায় এও জানিয়ে দিলেন, বিজেপিকে দেখে সঙ্ঘকে বুঝতে চাইলে বড় ভুল হবে।

    সমাজকে একজোট করাই সঙ্ঘের কাজ বলে জানান ভাগবত। বিশিষ্টজনদের একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ইউনিফর্ম পরি, কুচকাআওয়াজ করি, লাঠি চালাই। কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনও আধা সামরিক সংগঠন। যদি কেউ সেটা ভাবে, তা হলে ভুল হবে।’ সঙ্ঘ এমনই একটি অনন্য সংগঠন, যাকে বোঝা সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

    RSS-এর রাজনৈতিক শাখা বিজেপি। অনেক সঙ্ঘ সদস্যই বিজেপির বড় পদে রয়েছেন। অনেক সময়ে রাজনৈতিক রূপরেখা তৈরিতেও সঙ্ঘের অবদান থাকে বলে দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে বিজেপিকে দেখে RSS-কে বিচার করা ঠিক নয় বলেই মনে করেন ভাগবত। তাঁর কথায়, ‘বিজেপিকে দেখে সঙ্ঘকে বোঝার চেষ্টা করলে বড় ভুল হবে। একই ভুল হবে যদি বিদ্যাভারতীকে (সঙ্ঘের শিক্ষা সংগঠন) দেখে সঙ্ঘকে বোঝার চেষ্টা করা হয়।’

    সঙ্ঘের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগও করেন মোহন ভাগবত। তাঁর কথায়, ‘আজকাল সঠিক তথ্য মানুষ আর বিশেষ খোঁজ খবর নেয় না। উইকিপিডিয়ায় চলে যায়। সেখানে যা আছে সব সত্যি নয়। যদি নির্ভরযোগ্য সূত্র মারফত জানার চেষ্টা করেন, তবেই সঙ্ঘ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।’ এই জন্যই সঙ্ঘের ভূমিকা এবং লক্ষ্য ব্যাখ্যা করা প্রয়োজন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

    বিদেশি আক্রমণকারীরা কেন বারবার ভারতে হানা দিয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত বলে মনে করেন তিনি। ভাগবতের কথায়, ‘দূরদূরান্ত থেকে এসে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তারা আমাদের মতো ধনী ছিল না। ছিল না ন্যয়নীতির বোধও। কিন্তু তবুও তারা আমাদের হারিয়েছে। সাত বার এমনটা হয়েছে। অষ্টম বার ছিল ইংরেজরা। আমাদের ভাবতে হবে, কেন এমনটা হচ্ছে? স্বাধীনতার নিশ্চয়তা কোথায়?’ ভারতীয়দের মধ্যে এখনও মানসিক দাসত্ব রয়ে গিয়েছে বলেও মনে করেন তিনি।

  • Link to this news (এই সময়)