• পরপর ৪ রবিবার স্পেশাল সার্ভিস, ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে মেট্রো
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • গোটা জানুয়ারি মাসজুড়ে রবিবারগুলিতে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি, ২৫ জানুয়ারি- এই চারটি রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইন, ২টি লাইনেই অতিরিক্ত মেট্রো চালানো হবে।

    রবিবার করে ১৩০টি মেট্রো চলে, সেই জায়গায় ১৬০টি করে মেট্রো চলবে।

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মেট্রো সকাল ৯টা থেকেই শুরু হবে

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো সকাল ৯টা থেকেই চলবে

    নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রো সকাল ৯টা থেকেই চলবে

    দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটে

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো তিন মিনিট পিছিয়ে রাত ৯টা ৩৩ মিনিটে

    শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো এক মিনিট পিছিয়ে রাত ৯টা ৪৪ মিনিটে

    রবিবার করে গ্রিন লাইনে ১০৮টি মেট্রো চলে। এই মাসের চারটি রবিবার ১২৪টি মেট্রো চলবে।

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো সকাল ৯টা ২ মিনিটে

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৯টায়

    সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো সকাল ৯টায়

    সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৫৫ মিনিটে

    হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৫৫ মিনিটে

    হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক যাওয়ার শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটে

    ব্লু লাইনে দুপুর ৩টে ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত ১০ মিনিটের বদলে আট মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে এই চারটি রবিবার

    গ্রিন লাইনে বিকেল ৪টা ২ থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে এই চারটি রবিবার

    ইয়েলো লাইনে এই রবিবারগুলি আগের মতোই পরিষেবা মিলবে। অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে রবিবার আগের মতোই পরিষেবা বন্ধ থাকবে।

  • Link to this news (এই সময়)