• রাতে খাওয়ার পরে হার্ট অ্যাটাক, BLO-র মৃত্যুতে SIR-চাপকে দায়ী করছে পরিবার
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • SIR-এর শুনানি চলছে, সেই আবহেই মৃত্যু হলো এক BLO-র। শুক্রবার রাতে কোচবিহারের ঘটনা। মৃত বিএলও-র নাম আশিস ধর, বয়স ৪৫ বছর। পরিবার জানিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ খাওয়া-দাওয়ার পরে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তিনি মারা যান। কোচবিহারের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের ১০৩ নম্বর বুথের ঘটনা।

    পেশায় প্রাথমিক শিক্ষক আশিস ধর SIR-এর শুনানি নিয়ে চিন্তায় ছিলেন বলে দাবি পরিবারের। SIR হিয়ারিংয়ের জন্য তাঁর বুথের ভোটারদের শনিবার শুনানিতে ডাকা হয়েছিল। পরিবারের দাবি, এই ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তায় ছিলেন তিনি। সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি পরিবারের। মৃত ওই বিএলও-র পড়শি তথা পঞ্চায়েত সমিতির সদস্য বিমল রায় জানিয়েছেন, আশিস ধরের বাড়িতে তাঁর ছেলে-মেয়ে, স্ত্রী, বৃদ্ধ মা এবং দুই ভাই রয়েছেন। পড়শিদের দাবি, ওই পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী। ২৬ জন ভোটারের শুনানিতে ডাক পড়েছিল, তা নিয়ে খুবই চিন্তা করছিলেন তিনি। এই ঘটনায় শোকে স্তব্ধ বিএলও-র পরিবার। মৃতের স্ত্রী কথা বলার মতো অবস্থায় নেই। কাঁদতে কাঁদতে তিনি শুধু বলেন, ‘একটা কথাও বলতে পারেননি...হঠাৎ করে সে চলে গেল।’

    তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘যে ভাবে বিএলও-দের উপর চাপ দিচ্ছে, যে ভাবে অল্প সময়ের মধ্যে কাজ করতে হচ্ছে, সেই চাপ নেওয়ার ক্ষমতা সব বিএলও-র নেই। ২ বছরের কাজ ২ মাসে করতে গিয়ে এমন হচ্ছে। এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলছেন, ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রেখেই বলছি তৃণমূল রাজনীতি করছে। মৃত্যু হলেই তার সঙ্গে SIR-কে যুক্ত করছে।’ এসডিও গোবিন্দ নন্দী জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি।

  • Link to this news (এই সময়)