• ইসিআইনেট অ্যাপকে আরও উন্নত করতে পদক্ষেপ কমিশনের
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের নির্বাচন কমিশন সকল নাগরিককে ইসিআইনেট (ECINet) অ্যাপ ডাউনলোড করে অ্যাপটির পরিষেবা আরও উন্নত করার জন্য তাঁদের মতামত ও প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে। অ্যাপের মধ্যে থাকা ‘Submit a Suggestion’ ট্যাব ব্যবহার করে নাগরিকরা তাঁদের প্রস্তাব বা উপদেশ জমা দিতে পারবেন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এই উপদেশ পাঠানো যাবে।

    নতুন ECINet অ্যাপের ট্রায়াল সংস্করণে ভোটার পরিষেবা আরও উন্নত হয়েছে। দ্রুত ভোটদানের হারের (Polling Percentage Trends) তথ্য পাওয়া যাচ্ছে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই ইনডেক্স কার্ড প্রকাশ করা সম্ভব হচ্ছে। যা আগে করতে কয়েক সপ্তাহ বা এমনকি মাসও লেগে যেত। এই অ্যাপটি বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ এবং উপনির্বাচনে সফলভাবে ব্যবহার করা হয়েছে।

    সিইও (CEO), ডিইও (DEO), ইআরও (ERO), পর্যবেক্ষক (Observers) এবং মাঠপর্যায়ের আধিকারিকদের মতামতের ভিত্তিতে এই প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে উন্নত ও পরিমার্জিত করা হচ্ছে। ব্যবহারকারীদের দেওয়া প্রস্তাবগুলি খতিয়ে দেখা হবে এবং প্ল্যাটফর্মটিকে আরও ব্যবহার বান্ধব করে তোলার জন্য প্রয়োজনীয় আপডেট করা হবে। চলতি মাসেই ECINet প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।

    প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার-এর নেতৃত্বে এবং নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক যোশীর সঙ্গে যৌথভাবে গৃহীত কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ECINet। ২০২৫ সালের ৪ মে এই অ্যাপের ঘোষণা হওয়ার পরই এর উন্নয়নমূলক কাজ শুরু হয়।

    ECINet এমন একটি অ্যাপ, যেখানে আগে আলাদা থাকা প্রায় ৪০টি নির্বাচন সংক্রান্ত অ্যাপ ও ওয়েবসাইট যেমন, ভোটার হেল্পলাইন অ্যাপ (VHA), cVIGIL, সক্ষম, পোলিং ট্রেন্ডস (ভোটার টার্নআউট অ্যাপ), নো ইয়োর ক্যান্ডিডেট (KYC) অ্যাপ ইত্যাদি একটি মাত্র ইন্টারফেসে একত্রিত করা হয়েছে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয় জায়গা থেকেই ডাউনলোড করা যাবে।
  • Link to this news (আজকাল)