• সন্দেশখালিতে ফের শেখ শাহজাহান সমর্থকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর
    আজ তক | ০৩ জানুয়ারি ২০২৬
  • সন্দেশখালীর ওয়ান ব্লকের ন্যাজাট থানার অন্তর্গত বোয়ারমারী-২ গ্রাম পঞ্চায়েতের চুচুরা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। অভিযোগ, আদালতের নির্দেশে সংশ্লিষ্ট জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও শেখ শাহজাহানের অনুগামীরা সেই নির্দেশ অমান্য করে নির্মাণকাজ শুরু করার চেষ্টা করে।

    স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ন্যাজাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু অভিযুক্তরা পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করে এবং পুলিশকর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় হঠাৎ পুলিশের দিকে ইট-পাথর ছোড়া শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

    হামলার সময় একটি পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ মোট ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ারমারী-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

    এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সে কারণে চুচুরা এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে অবৈধ নির্মাণের চেষ্টা এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
     

     
  • Link to this news (আজ তক)