• SIR শুনানিতে BLA রাখার আর্জি তৃণমূলের, খারিজ করল কমিশন
    আজ তক | ০৩ জানুয়ারি ২০২৬
  • পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধ অব্যাহত। ইতিমধ্যেই নির্বাচন কমিশন তৃণমূলের আবেদন খারিজ করে জানিয়েছে, বুথ লেভেল এজেন্ট (BLA) ভোটার তালিকা সংক্রান্ত খসড়া নিয়ে শুনানির সময়ে উপস্থিত থাকতে পারবেন না।  

    রাজ্যে ৩ ধাপে পরিচালিত এই SIR প্রক্রিয়ার প্রথম ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এনুমারেশন ফর্ম বিতরণ, তা পূরণ করে জমা নেওয়া এবং সংশ্লিষ্ট তথ্য ডিজিটাল ভাবে নথিভুক্ত করার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এখন দ্বিতীয় ধাপে দাবি ও আপত্তি সংক্রান্ত শুনানির উপর জোর দেওয়া হচ্ছে। 

    নির্বাচন কমিশনের উচ্চপদস্থ সূত্রের দাবি, যদি তৃণমূলের আবেদন মঞ্জুর করা হত, তাহলে কমিশনকে অন্যান্য রাজনৈতিক দলের থেকেও একই ধরনের গাবি মেনে নিতে হত। এর ফলে প্রতিটি শুনানিতে অন্তত ১১ জনের উপস্থিতি বাধ্যতামূলক হয়ে পড়ত। এই পরিস্থিতিতে একজন আবেদনকারী, তাঁর উপদেষ্টা ও আইনজীবীর পাশাপাশি অন্তত ৮ জন বুথ স্তরের এজেন্ট উপস্থিত থাকতেন। সেই সঙ্গে থাকতেন একজন ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার (ERO), একজন AERO, একজবন মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার নিজে। তিনিও একজন বা দু'জন সঙ্গী নিয়ে আসতে পারেন। এত মানুষের একসঙ্গে উপস্থিতি এবং তা-ও একই চেবিলে শুনানির পক্ষে সমস্যাজনক হয়ে পড়ত বলেই দাবি কমিশনের। 

     পশ্চিমবঙ্গে কমিশনে নথিভুক্ত ও স্বীকৃত রাজ্য স্তরের ২টি দল, তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক। জাতীয় দলের মধ্যে রয়েছে BJP, কংগ্রেস, CPIM, AAP, BSP ও NPP। 

    কমিশনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তৃণমূল দাবি করেছে, ইচ্ছাকৃত ভাবেই তাদের আবেদন খারিজ করা হয়েছে। দলের বক্তব্য, রাজ্যে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে BJP-র কাছে সব শুনানি কেন্দ্রে পাঠানোর মতো পর্যাপ্ত BLA নেই। ফলে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল নেতাদের অভিযোগ, BJP-র কাছে শুধু BLA নয় প্রার্থী দেওয়ার মতো পর্যাপ্ত কর্মীও নেই। 

    তবে নির্বাচন কমিশনের সূত্র এই অভিযোগকে কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে। কমিশনের বক্তব্য, তারা কোনও অনুমান বা রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না। নির্বাচন কমিশনের দায়িত্ব সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে। সেই লক্ষ্যেই নিয়ম তৈরি করা হয়। 

    এই কারণেই দাবি ও আপত্তির শুনানিতে সব রাজনৈতিক দলের BLA-দের উপস্থিতির অনুমতি না দেওয়ার একক ও সমান নিয়ম প্রয়োগ করা হয়েছে। যাতে শুনানি নির্বিঘ্নে, নিয়ম মেনে এবং কোনও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করা যায়। কমিশনের মতে, শুনানির সময়ে সংশ্লিষ্ট আধিকারিকরা নথি চান, আবেদনকারীরা তা দেখান, প্রশ্ন করা হয় এবং তার যথাযথ জবাব দেওয়া হয়। এই প্রক্রিয়ায় কোনও রাজনৈতিক প্রতিনিধির ভূমিকার প্রয়োজন নেই বলেই জানাচ্ছে কমিশন। 

     
  • Link to this news (আজ তক)