• সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৯
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্দেশখালিতে এক অভিযুক্তকে ধরতে গিয়ে স্থানীয়দের হাতে মার খেতে হল পুলিশকে। গতকাল, শুক্রবার রাতে ন্যাজাট থানার হুলোপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এক পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগে বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকেও আটক করেছে পুলিশ।

    একটি জমি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ উঠেছে জনৈক মুসা মোল্লার বিরুদ্ধে। গতকাল রাতে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি মামলায় স্থগিতাদেশ দেয় বসিরহাট আদালত। কিন্তু অভিযুক্ত মুসা মোল্লা তা মানছিলেন না। স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তিনি। থানায় হাজিরা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারেবারে অভিযুক্তকে নোটিশ পাঠানো হয়েছিল। এর পরেও কোনও হেলদোল ছিল না। এই পরিস্থিতিতে গতকাল রাতে মুসাকে ধরতে যায় পুলিশ। তখনই ঘটে এই তুলকালাম কাণ্ড।
  • Link to this news (বর্তমান)