নাবালিকাকে গণধর্ষণ, নির্যাতনের পর ছাদ থেকে ছুড়ে ফেলা হল নিচে! ফের প্রকাশ্যে যোগীরাজ্যের ভয়ংকর রূপ
প্রতিদিন | ০৩ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির ছাদে নাবালিকাকে গণধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দুই ভাড়াটের বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। গুরুতর আহত অবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল যোগীরাজ্যের নারী নিরাপত্তা।
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে নাবালিকা বাড়ির ছাদে খেলছিল। অভিযোগ, সেই সময় দুই ভাড়াটে লুকিয়ে ছাদে উঠে তাকে গণধর্ষণ করেন। শুধু তাই নয়, নির্যাতনের পর অভিযুক্তরা তাকে ছাদ থেকে নিচে ছুড়ে ফেলে দেন বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও নাবালিকা ছাদ থেকে না নামায় সন্দেহ হয় পরিবারের। এরপরই গুরুতর আহত অবস্থায় নির্যাতিতাকে বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে তাদের কাছে খবর আসে অভিযুক্তরা এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে লুকিয়ে রয়েছেন। এরপরই অভিযানে নামে পুলিশের একটি বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালাকালীন কোণঠাসা হয়ে পড়েন অভিযুক্তরা। এরপরই পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালাতে শুরু করেন। পালটা জবাব দেয় বাহিনীও। পুলিশের গুলিতে আহত হন অভিযুক্তরা। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা একটি হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতদের নাম রাজু এবং অজু এবং বীরু কাশ্যপ। পুলিশের দাবি, জেরায় অভিযুক্তরা তাঁদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।