• স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক, উত্তরপ্রদেশের পর ঘোষণা রাজস্থান সরকারের
    প্রতিদিন | ০৩ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল ফোন গ্রাস করেছে পড়ার অভ্যাসকে। নতুন প্রজন্মের কাছে ‘ভারচুয়াল’ দুনিয়াই হয়ে উঠছে ‘একচুয়াল’ পৃথিবী। এই অবস্থায় রাজ্যের স্কুলগুলিতে খবরের কাগজ পড়া এবং পড়ানো বাধ্যতামূলক করল রাজস্থান সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, প্রতিটি স্কুলে অন্তত দু’টি করে দৈনিক সংবাদপত্র রাখতে হবে। ছাত্রছাত্রীদের সেই কাগজ পড়তে দিতে হবে এবং পড়ে শোনাতে হবে। প্রতি দিনের খবর নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করবেন শিক্ষকরা। উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশে একই পদক্ষেপ করেছিল যোগী আদিত্যনাথ সরকার।

    ৩১ ডিসেম্বর নয়া নির্দেশিকা জারি করেছে রাজস্থান সরকারের শিক্ষা দপ্তর। সেখানে বলা হয়েছে, স্কুলের শুরুতে প্রতিদিন ছাত্রছাত্রীদের অন্ত্ত ১০ মিনিট সময় দিতে হবে খবরের কাগজ পড়ার জন্য। সরকারের অন্যতম লক্ষ্য হল, পড়ুয়াদের শব্দের ভান্ডার সমৃদ্ধ করা, পড়ার অভ্যাস তৈরি করা এবং আশপাশের ঘটনাবলি সম্পর্কে সাধারণ জ্ঞান তৈরি করা। এছাড়াও এই পদ্ধতিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করাও সরকারের ভাবনায় রয়েছে।

    নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলগুলিতে প্রতি দিনের কাগজ থেকে অন্তত পাঁচটি করে নতুন শব্দ খুঁজে বার করবেন শিক্ষক-শিক্ষিকারা। তার পর সেই শব্দের অর্থ ছাত্রছাত্রীদের কাছে ব্যাখ্যা করবেন। এতে তাদের ভাষার দক্ষতা বাড়বে। প্রতি দিন সকালে স্কুলে একটি করে সর্বভারতীয় সংবাদপত্র ছাত্রছাত্রীদের পড়ে শোনাতে বলা হয়েছে। খেলার খবরও পড়তে হবে ছাত্রছাত্রীদের। নজর রাখতে হবে আন্তর্জাতিক খবরাখবরেও। এছাড়াও উপরের ক্লাসের ছাত্রছাত্রীদের সম্পাদকীয় পাতার খবর পড়তে বলা হয়েছে।

    সরকারি নির্দেশিকায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে হিন্দি এবং ইংরেজি ভাষার দু’টি করে দৈনিক রাখতে বলা হয়েছে। উচ্চপ্রাথমিক স্কুলে অন্তত দু’টি হিন্দি দৈনিক থাকবে। ইংরেজি মাধ্যম স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। খবরের কাগজের খরচ বহন করবে জয়পুরের রাজস্থান স্কুলশিক্ষা সংসদ।
  • Link to this news (প্রতিদিন)