• দার্জিলিং মেলের এসি কামরায় ছিনতাই, আতঙ্কে যাত্রীরা
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৬
  • দার্জিলিং মেলের এসি থ্রি টিয়ার কামরায় ছিনতাই। শুক্রবার রাতের ডাউন দার্জিলিং মেলে অর্থাৎ এনজেপি থেকে শিয়ালদহ আসার সময়ে ছিনতাই হয়। অভিযোগ, ডাউন দার্জিলিং মেলের বি-১ কামরায় দুষ্কৃতীরা হামলা করেছিল। শুক্রবার রাত ৩টে নাগাদ, বর্ধমান স্টেশনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

    ওই কামরায় এনজেপি থেকে ফিরছিলেন হাওড়ার ডোমজুড়ের ১৯ জনের একটি দল। সেই দলে ছিলেন শ্যামলী সাহা। ওই কামরার ২০ নম্বর আসনের যাত্রী ছিলেন তিনি। হঠাৎ এক দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। শ্যামলী সাহার স্বামী গৌতম সাহা বলেন, ‘ওই ব্যাগে নগদ প্রায় ৫০ হাজার টাকা, দামি একটি মোবাইল ফোন ও আধার-কার্ড, প্যান-কার্ড ছিল।’ এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন ওই কামরার যাত্রীরা। তাঁরা বলেন, ‘চলন্ত ট্রেনের এসি কামরাতেও ছিল না কোনও নিরাপত্তারক্ষী। অবাঞ্ছিত লোকজন ভর্তি ছিল ট্রেন। কামরার অ্যাটেনড্যান্ট রাতের বেলাও দরজা খুলে রেখেছিলেন। নিরাপত্তার গাফিলতির কারণেই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটল।’

    ঘটনাটি X পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছেন তাঁরা। শিয়ালদহ স্টেশনে নেমে ক্ষোভে ফেটে পড়েন ওই যাত্রীরা। রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও সহায়তা করা হয়নি বলে অভিযোগ। অবশেষে শিয়ালদহ জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত যাত্রীরা বলেন, ‘এসি কামরাতেও ট্রেনে সফর এখন আতঙ্কের হয়ে গেছে। দিন দিন ভাড়া বাড়ালেও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।’ ডোমজুড় ১৯ জনের ওই দলটি ২৭ ডিসেম্বর গ্যাংটক এবং পেলিংয়ে গিয়েছিলেন।

  • Link to this news (এই সময়)