• সান্দাকফু-ফালুটে তুষারপাত! বছরের প্রথম স্নোফলে উচ্ছ্বসিত পর্যটকরা
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • প্রতীক্ষার অবসান! বছরের প্রথম তুষারপাত দার্জিলিংয়ের সান্দাকফুতে। শনিবার বিকেল থেকেই সান্দাকফুতে স্নোফল শুরু হয় বলে খবর। তুষারপাত শুরু হতেই উচ্ছ্বাস দেখা যায় পর্যটকদের মধ্যে। ফালুটেও স্নোফল চলছে বলে খবর।

    এর আগে গোটা উত্তর সিকিমের লাচুং, লাচেন, জিরো পয়েন্ট, কাটাওয়ে স্নোফলের জেরে গোটা এলাকা সাদা চাদরে ঢেকে যায়। পূর্ব সিকিমের ছাঙ্গু এবং নাথুলায় স্নোফল উপভোগ করতে হাজির ছিলেন বহু পর্যটক। এ বার তুষারপাত হলো বঙ্গেও। অ্যাসোসিয়েশন অব কনজারভেশন অ্যান্ড ট্যুরিজ়মের কর্ণধার রাজ বসু বলেন, ‘স্নোফলের জেরে পর্যটক বাড়বে বলে আশা করছি।’

    আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, উইকএন্ডে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ দিন বিকেলে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বহরমপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

    আগামী দু’দিন দার্জিলিংয়ের আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস। দু’-একটি স্থানে হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কিছুদিন ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব থাকবে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে বলেও জানানো হয়েছে। সান্দাকফুর পরে এ বার কি দার্জিলিংয়ে তুষারপাত? প্রহর গুনছেন পর্যটকরা।

  • Link to this news (এই সময়)