• বিপাকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রায় ৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
    আজ তক | ০৪ জানুয়ারি ২০২৬
  • চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এবার আরও এক বড় খবর। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের নামে নথিভুক্ত সাড়ে ৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

    ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মোট হিসাবি মূল্য প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা। তবে এই সমস্ত সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে।

    তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, মোট ১৩টি স্থানে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি ফ্ল্যাট এবং উল্লেখযোগ্য পরিমাণ জমি। এই সম্পত্তিগুলি মূলত বোলপুরের একাধিক এলাকায় ছড়িয়ে রয়েছে। 

    ইডি সূত্রে আরও জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই ছেলের নামে নথিভুক্ত। সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

     
  • Link to this news (আজ তক)