সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে মাঝেমাঝেই গাঁজা খেয়ে ফেলে ইঁদুরে! এবারের ঘটনা ঝাড়খণ্ডের রাঁচি শহরের, যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। সেখানে পুলিশে হেফাজতে থাকা প্রায় ২০০ কেজি গাঁজা নাকি ইঁদুর খেয়ে ফেলেছে! খোদ পুলিশ আদালতে একথা জানানোর পর মাদককাণ্ডে অভিযুক্ত যুবক বেকসুর খালাস পেয়েছেন।
২০২২ সালের ঘটনা। ওরমাঞ্জি থানার পুলিশ এনএইচ ২০-তে একটি গাড়িতে তল্লাশি চালায়। রাঁচি থেকে রামগড়মুখী ওই গাড়ি থেকে উদ্ধার হয় ২০০ কেজি গাঁজা। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। পুলিশকে দেখা মাত্র ওই গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালানোর চেষ্টা করেন তিন ব্যক্তি। এর মধ্যে ইন্দ্রজিৎ রাইকে নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
আদালতে মামলা উঠলে একাধিক গরমিল ধরা পড়ে। গোটা অপারেশনের বিষয়ে ঠিক মতো তথ্য দিতে পারেনি পুলিশ। এমনকী সাক্ষীদের বয়ানেও অসঙ্গতি ধরা পড়ে। সর্বশেষ কাণ্ড হল ইঁদুরের ২০০ কেজা গাঁজা খেয়ে ফেলা! মামলা চলাকালীন ২০২৪ সালে নাকি এই কাণ্ড ঘটেছে। যা শুনে পুলিশের উপর তীব্র উষ্মা প্রকাশ করে আদালত। এক প্রকার বাধ্য হয়ে মাদককাণ্ডে অভিযুক্তকে বেকসুর খালাস দেন বিচারক। আদালত জানায়, ‘উদ্ধার হওয়া মাদকের সঙ্গে অভিযুক্তের কোনও নির্ভরযোগ্য যোগসূত্র দেখাতে পারেনি মামলাকারী। গাঁজা নেই, প্রমাণ নেই। ফলে সন্দেহের অবকাশ থেকেই যায়। অভিযুক্তকে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই।’