• সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ! ডিজির কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • বুদ্ধদেব সেনগুপ্ত: জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের এসআইআর শুনানির নামে হেনস্তা কেন? এর প্রতিবাদে গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল কমিশন। আগামী মঙ্গলবার বিকেলে পাঁচটার মধ্যে তা জমা দিতে হবে বলেও নির্দেশ কমিশনের। পাশাপাশি অন্যান্য নির্বাচনী আধিকারিকদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে কমিশনের তরফে।

    রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। বহু মানুষ হিয়ারিংয়ের নোটিস পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতাসম্পন্নরাও। তাঁদেরও শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে বলে অভিযোগ। শুনানির নামে হেনস্তার অভিযোগে সরব শাসকদল তৃণমূল। এই অবস্থায় গত সোমবার শুনানির কাজ খতিয়ে দেখতে মগরাহাটের শিরাকোল হাই স্কুলে যান জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক সি মুরুগান। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানা এলাকার বাসিন্দারা। কেন বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের এসআইআর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হবে তা নিয়ে প্রতিবাদ জানান।

    যা নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি নেয় এলাকা। সি মুরুগানের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সেই ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করল কমিশন। একইসঙ্গে ইআরও অর্থাৎ ইলেক্টোরাল রোল অবজার্ভার এবং বিশেষ ইলেক্টোরাল রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। ডিজিকে দেওয়া চিঠিতে কমিশন জানাচ্ছে, যখন ইআরও এবং বিশেষ ইলেক্টোরাল রোল অবজার্ভাররা পরিদর্শনে যাবেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককেও রাখতে হবে।
  • Link to this news (প্রতিদিন)