পড়ানোর অছিলায় বাড়িতে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে
আজ তক | ০৪ জানুয়ারি ২০২৬
Uttar Dinajpur Tutor POCSO Case: উত্তর দিনাজপুরে অষ্টম শ্রেণির এক কিশোরীকে পড়ানোর অজুহাতে বাড়িতে ডেকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম শুভদীপ চক্রবর্তী।
পুলিশের দাবি, শুভদীপ চক্রবর্তী পেশায় একজন প্রাথমিক শিক্ষক। স্কুলে পড়ানোর পাশাপাশি তিনি গৃহশিক্ষকতাও করতেন। বৃহস্পতিবার ওই কিশোরী ছাত্রী নিয়মমতো পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। অভিযোগ, সেই সময় একা পাওয়ার সুযোগে তাকে নির্যাতন করা হয়। বাড়ি ফিরে ছাত্রীটি বিষয়টি মা–বাবাকে জানালে পরিবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পসকো আইনে মামলা রুজু করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। একবার নিজের বিদ্যালয়ের এক মহিলা শিক্ষিকাকে মারধরের অভিযোগে গ্রামবাসীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন। সে সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বিজেপির উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এ দিনের অভিযোগ প্রকাশ্যে আসার পর শুক্রবার রাতে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি ছিল, অবিলম্বে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হোক। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি চালায়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের সন্ধান মেলেনি।