• ইন্দোরে মৃত্যুমিছিল: পুরসভার তিন আধিকারিকের উপর ‘শাস্তির খাঁড়া’, প্রাণ গেল আরও ১ জনের, এখনও হাসপাতালে ২০৩
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • ইন্দোর: জলদূষণের জেরে ইন্দোরে মৃত্যুমিছিল। প্রবল অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সমালোচনার মুখে পড়ে শুক্রবার সরিয়ে দেওয়া হল পুর কমিশনার দিলীপ কুমার যাদবকে। সাসপেন্ড হয়েছেন অতিরিক্ত কমিশনার রোহিত শিশোনিয়া ও জনস্বাস্থ্য বিভাগের সুপারিন্টেডেন্ট ইঞ্জিনিয়ার ইনচার্জ সঞ্জীব শ্রীবাস্তব। এরইমধ্যে জলদূষণের কারণে আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

    শুক্রবার ইন্দোরের ভাগীরথপুরার পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তারপরেই পুর আধিকারিকদের উপর নেমে আসে শাস্তির খাঁড়া। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। 

    আদালতে রাজ্য সরকার জানিয়েছে, জল দূষণে নতুন করে কারও অসুস্থতার খবর নেই। তবে হাসপাতালে দুই শতাধিক আক্রান্তর চিকিৎসা চলছে। কালেক্টর শিবম ভার্মা জানিয়েছেন, ‘ ইন্দোরের ৪১টি হাসপাতলে ২০৩ জনের চিকিৎসা চলছে।’ এর মধ্যে ৩৪ জনকে আইসিইউতে রাখা হয়েছে। অসুস্থদের শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।  ভগীরথপুরার বাড়ি বাড়ি যাচ্ছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল। বিলি করা হচ্ছে ওআরএস ও জিংক ট্যাবলেট। 

    তবে ইন্দোরের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধন্ধ। শুক্রবার জনস্বার্থ মামলায় সরকার জানিয়েছিল, দূষিত জলের কারণে মৃত্যু হয়েছে ৪ জনের। যদিও ইন্দোরের মেয়র জানিয়েছেন, মৃতের সংখ্যা অন্তত ১০। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সরকারি নথিতে মৃতের সঠিক তালিকা নিয়ে কারচুপি হয়েছে বলে দাবি ভগীরথপুরার বাসিন্দাদের।  

    এদিকে, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের বাড়িতে যেতে বাধা বিরোধী কংগ্রেসের প্রতিনিধি দলকে। শনিবারের এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার ভিভিও সামনে এসেছে। সেখানে কংগ্রেস ও বিজেপির সমর্থকদের একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, প্রকৃত সত্যকে ধামাচাপা দিতে চাইছে বিজেপি। কিন্তু এতে কোনও ফল হবে না।
  • Link to this news (বর্তমান)