• অপারেশন সিন্দুর: ভারতের সঙ্গে যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার দাবিতে সায় পাকিস্তানের
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: অপারেশন সিন্দুর চলাকালীন ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছিল চীন। সম্প্রতি এমনটাই দাবি করেছেন সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং উই। ভারত অবশ্য চীনের দাবি উড়িয়ে দিয়েছে। যদিও এব্যাপারে বেজিংয়ের পাশে দাঁড়াল ইসলামাবাদ। পাক বিদেশ দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, গত ৬ থেকে ১০ মে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল জি জিনপংয়ের দেশ। একইসঙ্গে পাক নেতৃত্বের সঙ্গেও আলোচনা চালায় তারা। এর ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। কমতে থাকে উত্তেজনা। চীনের এই পদক্ষেপকে ‘শান্তির জন্য কূটনীতি’ আখ্যা দিয়েছে শাহবাজ শরিফের দেশ।

    ২০২৫ সালে যেসব স্পর্শকাতর ইস্যুতে চীন মধ্যস্থতা করেছিল, তার মধ্যে অন্যতম ভারত-পাক সংঘাত। মঙ্গলবার বেজিংয়ের একটি অনুষ্ঠানে একথা জানিয়েছিলেন চীনা বিদেশমন্ত্রী। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাক বিদেশ দপ্তর বলে, ‘সংঘাতের সময় দু’পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখেছিল চীন। সেই ইতিবাচক কূটনৈতিক আদানপ্রদানের কারণেই শান্তি ফিরে আসে। তাই মধ্যস্থতা নিয়ে চীনের দাবি অমূলক নয় বলেই মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যই এই কূটনৈতিক পদক্ষেপ। সংঘর্ষ থামাতে ওই তিন থেকে চারদিন আন্তর্জাতিক স্তরে একাধিক প্রচেষ্টা চালানো হয়েছিল। এই পদক্ষেপ তার মধ্যে অন্যতম।’ 

    ভারত-পাক যুদ্ধ আমেরিকাই থামিয়েছে। অপারেশন সিন্দুরের পর একাধিকবার এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত অবশ্য তাতে কর্ণপাত করেনি। নয়াদিল্লি জানিয়েছিল, দু’দেশের সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। এতে তৃতীয়পক্ষের কোনও ভূমিকা নেই। এরপর চীনও মধ্যস্থতার দাবি করে।   
  • Link to this news (বর্তমান)