• সবচেয়ে বড় জাদুকর ভ্যানিশ কুমার, জীবিতকে মৃত বানিয়ে দিতে পারেন! কটাক্ষ অভিষেকের, তৃণমূল জিতলেই চা শ্রমিকদের মজুরি বেড়ে ৩০০ টাকা
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • রবীন রায়, আলিপুরদুয়ার: এসআইআরের নামে সাধারণ মানুষে হয়রানি, আতঙ্কে প্রাণহানির অন্ত নেই। সেই প্রসঙ্গ তুলে ফের নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানের দমনপুর আউট ডিভিশনের মাঠে শনিবার চা শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় হিসেব বুঝে নেওয়া ও বুঝিয়ে দেওয়ার ডাক দিলেন অভিষেক। বলেন, পিসি সরকারের চেয়েও বড় জাদুকর ভ্যানিশ কুমার।  জীবন্ত মানুষকে ‘মৃত’ বানিয়ে দিচ্ছেন। বিজেপিকে ভোট না দিয়ে আপনারাও এবার জাদু দেখান।

    দেশের বেশ কয়েকটি রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু বাংলার মতো কোথাও  ‘অত্যাচার’ হয়নি। তাই, এবার ভোট হোক প্রতিবাদের। সবাই মিলে ইভিএমে বিজেপির বিরুদ্ধে বোতাম টিপে সেই প্রতিবাদ করার ডাক দিয়েছেন অভিষেক। তৃণমূল যে দল দেখে উন্নয়ন করে না, সে কথা উল্লেখ করে অভিষেকের মন্তব্য, গত বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে তৃণমূল একটিও আসনও পায়নি। তবুও আমরা উন্নয়ন বন্ধ করিনি। আলিপুরদুয়ারে লক্ষ্মীর ভাণ্ডারে দেড় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। 

    এরপরেই শ্রমিকদের উদ্দেশে অভিষেকের বার্তা, বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে পাঁচে পাঁচ করুন, শ্রমিকদের মজুরি ২৫০ থেকে বাড়িয়ে ৩০০ করে দেবে তৃণমূল সরকার। সরকার গড়ার একমাসের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে সিদ্ধান্ত কার্যকর করার কথাও এদিন জানিয়ে দিয়েছেন তিনি। অভিষেকের এ ঘোষণায় করতালির সিংহগর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন বাগান শ্রমিকরা। 

    এদিন সভার শুরু থেকেই চা বলয়ের বাসিন্দা, মুলত শ্রমিকদের সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের বঞ্চনার কথা উঠে আসে অভিষেকের বক্তৃতার ছত্রে ছত্রে। ২০১৪ থেকে ’২৪। তিনটি লোকসভা ও দুটি বিধানসভা নির্বাচনে শুধুমাত্র প্রতিশ্রুতি ফোয়ারা ছুটিয়ে চা বলয়ের ভোট নিয়ে গিয়েছেন মোদি। কী ছিল না সেই তালিকায়! বন্ধ বাগান অধিগ্রহণ করে চালু করা থেকে শ্রমিকদের আর্থিক সাহায্য-বাদ যায়নি কিছুই। কিন্তু, শ্রমিকদের প্রাপ্তির ভাঁড়ার সেই শূন্যই। অপ্রাপ্তির সেই হিসেব কষেই এবার বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ডাক দিয়েছেন অভিষেক। তাঁর প্রশ্ন, দলের সর্বোচ্চ নেতার কথার যদি কোনও মূল্য না থাকে, তাহলে বাকিদের আর কী বিশ্বাস করবেন! একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, দুধ-কলা দিয়ে যে কালসাপ পুষেছেন, সেই বিজেপিই আপনাদেরই ছোবল দিচ্ছে বারবার। চা বাগান অধিগ্রহণ নিয়ে মোদি মিথ্যা কথা বলেছেন। ২০১৬ সালের ভোটের আগে মাদারিহাটে সাতটি বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মোদি কথা রাখেননি।

    চা শ্রমিকদের সঙ্গে এদিনের সরাসরি আলাপচারিতা পর্বে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার সময় চা শ্রমিকদের মজুরি ছিল ৬৭ টাকা। গত ১৫ বছরে রাজ্য সরকার সেটা ধাপে ধাপে বাড়িয়ে যে ২৫০ টাকা করে কথা রেখেছে। চা শ্রমিকদের উন্নয়নের প্রশ্নে অভিষেকের মন্তব্য, বাগানে ক্রেশ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স চালু করেছি। শুরু হয়েছে আবাসন প্রকল্প চা-সুন্দরীও। কথা দিলে, আমরা কথা রাখি। 
  • Link to this news (বর্তমান)