• লক্ষ্য নির্বাচন, তৃণমূলের উন্নয়নের পাঁচালি ঘিরে উন্মাদনা নদীয়াজুড়ে
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধিও সংবাদদাতা নদীয়া: নদীয়া জেলাজুড়ে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার বিভিন্ন ব্লকে দলীয় নেতৃত্ব এই কর্মসূচি পালন করেন। প্রতিটি বিধানসভায় কর্মসূচিকে তিনটি দলে ভাগ করা হয়েছে, যেখানে একজন নেতা-নেত্রী দায়িত্ব পালন করছেন। কর্মসূচিতে বাইক মিছিল, ধর্মীয় স্থান পরিদর্শন, পথসভা ও ‘পাড়ার সংলাপ’-এর মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নকে তুলে ধরা হয়। প্রথম দিনেই কালীগঞ্জ ও চাপড়া বিধানসভায়  নজর কেড়েছে এই কর্মসূচি।

    শনিবার চাপড়ার হৃদয়পুরে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়ে স্থানীয়দের মধ্যে। ফুলবাড়ি এলাকায় বিধায়ক রুকবানুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এই কর্মসূচি হয়। প্রথমে হৃদয়পুর এলাকার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিধায়ক বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করেন। পরবর্তীতে হৃদয়পুরে একটি পথসভা হয়। সেখানে বিধায়ক রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের খতিয়ান তুলে ধরেন স্থানীয়দের সামনে। ব্লক সভাপতি সুকদেব ব্রহ্ম বলেন, হৃদয়পুর অঞ্চলের পাঁচ বুথে এই কর্মসূচি হয়েছে।  সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে।  

    শনিবার কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুনের নেতৃত্বে হাটগাছা পঞ্চায়েত এলাকায় ‘উন্নয়ন পাঁচালি’ হয়। এদিন প্রথমে হাটগাছা পঞ্চায়েতের দলীয় কার্যালয় থেকে ব্যানার ও স্লোগান নিয়ে একটি বিশাল বাইক মিছিল বের হয়, যা এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে হাটগাছা  পঞ্চায়েত অফিসে গিয়ে শেষ হয়। এরপর নেতৃবৃন্দ ও কর্মীরা হাটগাছা বারোয়ারি পুজো কমিটির মন্দিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেখান থেকে সবাই একত্রিত হয়ে শ্যাওড়াতলা বাসস্ট্যান্ডে একটি পথসভা করেন। সার্বিকভাবে এই কর্মসূচি ঘিরে হাটগাছায় ব্যাপক উৎসাহ ও সাধারণ মানুষের  ভিড় ছিল চোখে পড়েছে।

    এদিন করিমপুর ২ ব্লকের ধোড়াদহ ১ পঞ্চায়েতের সাহেবপাড়া গ্রামে প্রচারে নামে দলীয় নেতৃত্ব। শনিবার একইভাবে করিমপুর ১ ব্লকের হরেকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে, গ্রামে পাঁচালীর প্রচার হয়। করিমপুর ২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন বিশ্বাস জানান, রাজ্যের সব মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু প্রকল্প চালু করেছেন। এই কর্মসূচিতে সেসবেরই প্রচার  হচ্ছে। এছাড়াও, তেহট্ট -১ ব্লকের বেতাই -২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন উন্নয়নের পাঁচালী আয়োজিত হয়।  ব্লক সভাপতি দিলীপ পোদ্দারের নিজের বুথ থেকে শুরু হয় এই কর্মসূচি। অন্যদিকে, পলাশী পাড়া বিধানসভার পলাশীপাড়া এলাকা থেকে এই কর্মসূচি হয়। পাশাপাশি, কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় এই কর্মসূচি হয়েছে। পাশাপাশি শান্তিপুর, রানাঘাট-১, কল্যাণী মহকুমার হরিণঘাটা এবং কল্যাণী ব্লকেও এই কর্মসূচি পালিত  হয়।  হরিণঘাটা ব্লকে উন্নয়নের পাঁচালি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)