• ১৫০ স্টল, চতুর্থ বড়জোড়া উৎসব ও বইমেলা শুরু হল
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার চতুর্থ বড়জোড়া উৎসব ও বইমেলার সূচনা হল। এদিন বিকেলে বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে ওই উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ রায়, বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসব ও বইমেলা কমিটির সভাপতি সুখেন বিদ বলেন, এবার আমাদের উৎসবের থিম ‘বাংলা ও বাঙালি’। বাংলার ঐতিহ্যকে আমরা উৎসবের মাধ্যমে তুলে ধরছি। বঙ্গের মনীষীদেরও নানাভাবে স্মরণ করা হচ্ছে। উৎসব প্রাঙ্গণে মোট ১৫০টি স্টল থাকছে। তারমধ্যে বিভিন্ন প্রকাশনী সংস্থার ৩০টি বুকস্টল রয়েছে।এদিন রাতে উৎসব মঞ্চে সাংসদ তথা অভিনেতা দেব উপস্থিত হন। ৯ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। উৎসবের দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুম্বইয়ের শিল্পী আকৃতি কক্কর সহ সংস্কৃতি জগতের নামী শিল্পীরা উৎসব মঞ্চে অনুষ্ঠান করবেন। উৎসবের শেষ দিনে খেলার মাঠে সেরা দিদি ‘র‌্যাম্প শো’ বিশেষ আকর্ষণের কেন্দ্র হতে চলেছে। কমিটির সম্পাদক বামদেব মুখোপাধ্যায় বলেন, এদিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের আগে উৎসব তথা মেলা প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়। বড়জোড়া বাজার পরিক্রমার পর ফের ফুটবল ময়দানে এসে পদযাত্রা শেষ হয়। তারপর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
  • Link to this news (বর্তমান)