সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের র্যাম্পেও কি হাঁটবে ‘ভূত’? চায়ের দোকান থেকে হাটেবাজারে এখন এটাই চর্চার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
সামনেই ছাব্বিশের লড়াই। বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলছে। তার মাঝেই জেলায় জেলায় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার বীরভূমের রামপুরহাট বিধনসভার বিনোদপুর মাঠে তিনি সভা করবেন। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তিনি সভা করেন। সেখানে র্যাম্পে তিন ‘ভূত’কে (নির্বাচন কমিশনের খাতায় মৃত তিন ভোটার) হাঁটিয়ে চমক দিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, বারুইপুরের মতো হুবহু মঞ্চ তৈরি করেছেন কলকাতা থেকে আগত লোকজন। মূল মঞ্চের ডান ও বাঁদিকেও থাকবে একটি মঞ্চ। যেখানে নেতৃত্ব বসবে। মঞ্চের সঙ্গে যুক্ত থাকবে যোগ চিহ্নের আকৃতির র্যাম্প। যা মূল মঞ্চ থেকে সোজা ২০০ ফুট পর্যন্ত লম্বা। দু’ধারে থাকবে ১৫০ ফুট করে। সভায় আগত মানুষের জন্য বিভিন্ন জোন ভাগ করে বসার জায়গা করা হচ্ছে। চায়ের দোকান থেকে সবজি হাটে অভিষেকের সভার র্যাম্পই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁদের চর্চা, এখানেও কি র্যাম্পে ‘ভূত’ হাঁটাবেন তিনি?
তৃণমূলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে জীবিতকে মৃত ভোটার বলে দেখানো না হলেও অনেক স্থানান্তরিত ভোটার আছেন। যাঁরা দীর্ঘকাল ধরে এই এলাকায় বসবাস করছেন অথচ তাঁদের শিফটেড, নিখোঁজ বলে দেখানো হয়েছে। তাঁদের এনে আলাদা করে বসিয়ে রাখব। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে তাঁদের নিয়ে র্যাম্পে হাঁটতে পারেন। শনিবার দুপুরে সভামঞ্চের প্রস্তুতি দেখতে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে ছিলেন আশিসবাবু, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাহারা মণ্ডল, নানুরের বিধায়ক বিধান মাজি, জেলা এসটি, ওবিসি সভাপতি নরেশ বাউরি সহ অন্যান্যরা। আশিসবাবু বলেন, এই সভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে। ওইদিন দুপুর ১২টার মধ্যে সভা শুরু হয়ে যাবে। বেলা ১১টার মধ্যেই যাতে মাঠ ভরে যায়, সেব্যাপারে খেয়াল রাখা হচ্ছে।
কাজল শেখ বলেন, যুবরাজ তথা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা ভোট নিয়ে দিশা দেখাতে আসছেন। তাঁর দেখানো পথেই লড়াই করে আমরা এই জেলার ১১টি আসনেই জয়লাভ করব। এই জেলায় তৃণমূল ছাড়া অন্য কোনও দলের অস্তিত্ব নেই। ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের সেনাপতির বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষ আসবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনে তৃণমূলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ , সাংসদ অসিত মাল প্রমুখ। -নিজস্ব চিত্র