বালি পাচারকাণ্ডে চার্জশিট পেশ ইডির ১৪৫ কোটির দুর্নীতি, অভিযুক্ত ১৮ জন
বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালি পাচার মামলায় অবশেষে চার্জশিট পেশ করল এসফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের (বিচারভবন) মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে পেশ হয় চার্জশিট। বালি পাচারকাণ্ডের প্রাথমিক তদন্তে প্রায় ১৪৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ইডি ১৮ জনকে অভিযুক্ত করে। তার মধ্যে ১৪টি সংস্থা এবং অভিযুক্ত ব্যবসায়ী অরুণ সরাফ ও তাঁর তিন কর্মচারিকে মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করে। এই হাই প্রোফাইল মামলায় ইডি চার্জশিটের সঙ্গে চারহাজার সাতশো পাতার নথিপত্র আদালতে জমা করে। পাঁচ জানুয়ারি পরবর্তী শুনানি। আদালত সূত্রের খবর, সে দিন অভিযুক্তদের চার্জশিটের নথির প্রতিলিপি দেওয়ার কথা। ইডি সূত্রে জানা গিয়েছে, বালি পাচার কাণ্ডের তদন্তে নেমে গত বছরের নভেম্বরে বালি থেকে ধরা হয়েছিল ব্যবসায়ী অরুণ সরাফকে। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে ৭৮ কোটি টাকার দুর্নীতির হদিশ পায় ইডি। এরপর তাঁর সল্টলেকের অফিস ও অন্যান্য জায়গায় তল্লাশি চালায়। উদ্ধার হয় বেশ কিছু নথিপত্র। চার্জশিটে ইডির অভিযোগ, ওই ব্যবসায়ী নিজের নামে কোনও হিসেবপত্র রাখতেন না। ঘুরপথে কোটি কোটি টাকার ব্যবসা চালাতেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকার হদিশ মিলেছে। ব্যবসায়িক হিসেব ও কারবারের চালানে বিস্তর গরমিল ধরা পড়ে। শরাফের বিরুদ্ধে বহু টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগও ওঠে। আইন অগ্রাহ্য করে বিভিন্ন জায়গায় বেআইনি বালি খনন ও তা বিক্রির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।