• জানুয়ারিতে জোড়া মেট্রো রুটে প্রতি রবিবার বাড়তি পরিষেবা
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারি মাসের চার রবিবার জোড়া মেট্রো রুটে বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর এবং হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে রবিবার মিলবে স্পেশাল সার্ভিস। আজ, ররিবার থেকে তা শুরু হবে। তারপর ১১, ১৮ ও ২৫ জানুয়ারি নয়া সূচিতে মেট্রো চলবে। পরিবর্তিত পরিস্থিতিতে আজ সহ আরও তিন রবিবার নর্থ-সাউথ করিডরে সারাদিনে ১৬০টি মেট্রো পরিষেবা চলবে। অন্যান্য রবিবার এই সংখ্যা থাকে ১৩০। অর্থাৎ আজ থেকে চলতি মাসের সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত ৩০ পরিষেবা চলবে ব্লু লাইনে। যদিও মেট্রোর সময়সূচি অপরিবর্তিতই থাকবে। অন্যদিকে এই চারদিন দুপুর তিনটে ২০ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ২০ মিনিট এই সময়কালে ১০ মিনিটের বদলে আট মিনিট অন্তর মেট্রো চলবে। একইভাবে গঙ্গার নীচ দিয়ে যাওয়া রুটে আজ থেকে এ মাসের চার রবিবার ১৬টি বাড়তি মেট্রো পরিষেবা চলবে। রবিবারগুলিতে হাওড়া-সল্টলেক রুটে ১০৮ মেট্রো পরিষেবা চলে। তা আজ থেকে বেড়ে হবে ১২৪। এই গ্রিন লাইনে এই দিনগুলির বিকেল চারটে দু’মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। 
  • Link to this news (বর্তমান)