• দত্তপুকুরে দুষ্কৃতী তাণ্ডবে ভাঙল সাতটি দোকান, বিক্ষোভ জনতার
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতের অন্ধকারে সাতটি দোকান গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা। তাঁরা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান রাস্তায়। এমনকি, রাস্তায় আগুন জ্বালিয়েও প্রতিবাদ জানান তাঁরা। শনিবার সকালে ঘটনাটি ঘটে দত্তপুকুরের বামনগাছিতে। পরে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, মূল অভিযুক্ত সাকিব রহমানকে আড়াল করার চেষ্টা করছেন তৃণমূলের বারাসত ১ নম্বর ব্লকের কনভেনার ইছা হক সর্দার ও ছোট জাগুলিয়ার অঞ্চল সভাপতি নুরুল হক।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের বামনগাছির ফুলতলায় বুধবার গভীর রাতে জেসিবি দিয়ে পরপর সাতটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, সাকিব রহমান এই কাজ করেছে। অভিযুক্তের বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। সাকিব বহাল তবিয়তেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার বামনগাছি এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ এলাকার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূলের কনভেনার ইছা হক সর্দার ও অঞ্চল সভাপতি নুরুল হক অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন।

    বিক্ষোভকারী মহম্মদ সাবিরউদ্দিন ও রেজাউল ইসলাম বলেন, সাকিবই সাতটি দোকান ভেঙেছে। আমাদের রুটিরুজি বন্ধ করে দিয়েছে। সাকিবকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন হবে। এই প্রসঙ্গে তৃণমূলের বারাসত ১ নম্বর ব্লকের কনভেনার ইছা হক সর্দার বলেন, ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। আমাকে দল কনভেনার করেছে। তাই কারও এতে সমস্যা হচ্ছে। সেই জন্যই অযথা আমাকে হেনস্তা করার চেষ্টা চলছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)