• ফের পদ্মশ্রী বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়িতে চুরি, হতাশ প্রাক্তন সাঁতারু
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের পদ্মশ্রী বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়িতে চোরেদের হানা। সদ্য গত ১৫ আগস্ট বুলাদেবীর বাড়িতে চুরি হয়েছিল। তাঁর পদ্মশ্রী স্মারক সহ অনেক পদক দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছিল। সেই ঘটনাকে ঘিরে হইচই শুরু হওয়ার পরে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। প্রায় সবগুলি পদকই পুলিশ উদ্ধার করে দিয়েছিল। তারপরে এবার ফের চুরির ঘটনায় নতুন করে একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, শনিবার উত্তরপাড়ায় দাদার বাড়িতে এসেছিলেন বুলাদেবী। সেখান থেকেই তিনি নিজের বাড়িতে আসেন। আর তারপরেই দেখতে পান বাড়ির সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। তখনই চুরির বিষয়টি আন্দাজ করেন তিনি। তারপর দেখা যায়, বাড়ির সামনের দিকের একটি জানালার গ্রিল কেটে ঢুকেছিল দুষ্কৃতীরা। বুলাদেবী জানিয়েছে, বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। কিছু কিছু পদক ও স্মৃতিচিহ্ন বাড়িতে ছিল। তবে ঠিক কী কী চুরি গিয়েছে এদিনই নিশ্চিত করে বলতে পারেননি পদ্মশ্রীপ্রাপক সাঁতারু। সম্প্রতি বুলাদেবীর বাড়িতে রাত পাহারা শুরু হয়েছিল। তারপরেও ওই চুরির ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বুলাদেবী। তিনি বলেন, তিনবার চুরির পরে ভেবেছিলাম আর চুরির চেষ্টা বা চুরি হবে না। কিন্তু চতুর্থবারও একই ঘটনা ঘটল। সবচেয়ে যেটা বিস্ময়ের তৃতীয় চুরির পরে পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছিল। তারপরেও চুরির ঘটনা ঘটেছে। এদিন ঘটনার খবর পেয়েই উত্তরপাড়ার থানার আইসি সহ পুলিশের দল বুলাদেবীর বাড়িতে তদন্তে এসেছিলেন। পুলিশ কর্তারা জানিয়েছেন, দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে। তবে পুলিশ পাহারার পরেও চুরির ঘটনা কিভাবে ঘটল, তা নিয়ে স্পষ্ট বার্তা পুলিশের তরফে মেলেনি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)