নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একেবারে সিনেমার মতো থানার আদলে সেট তৈরি করে পুলিশের পোশাক পরে ভিডিয়ো কল। এভাবে পাতা হচ্ছে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। এই টোপ দিয়ে ব্যাংকে থাকা টাকা নিমেষে গায়েব করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকুন। নতুন বছরে কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্পের অন্তর্ভুক্ত প্রবীণ নাগরিকদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। সেখানে ডিজিটাল অ্যারেস্ট রুখতে এই সতর্কবার্তা দেন কলকাতার সিপি মনোজ কুমার ভার্মা।
২০২৬ সালের শুরুতেই লালবাজার প্রধানকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল টালিগঞ্জ থানা এলাকার প্রণামের সদস্যরা। টালিগঞ্জ প্রণাম অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাধিক প্রবীণ নাগরিক অনুষ্ঠানে হাজির ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান তাঁরা। সেখানেই পুলিশ কমিশনার বলেন, ‘এই এলাকায় প্রচুর প্রবীণ মানুষ প্রাতর্ভ্রমণ করেন। সেই সময় ছিনতাই, কেপমারির মতো অপরাধ ঠেকাতে থানা বিশেষ টিম তৈরি করেছে। টিম প্রতিদিন এলাকায় টহল দেয়। ফলে এখানে ছিনতাই, কেপমারি প্রায় নেই বললেই চলে। একইসঙ্গে সাইবার ক্রাইম এখন কলকাতা পুলিশের মূল চিন্তা।’ তদন্তকারীদের দাবি, মূলত প্রবীণ নাগরিকরাই ব্যাংক সংক্রান্ত প্রতারণা ও সাইবার জালিয়াতির শিকার হন। তার দু’টি কারণ। প্রথমত, প্রবীণ নাগরিকের ব্যাংকে বেশি পরিমাণ টাকা থাকে। দ্বিতীয়ত, ফোন সংক্রান্ত প্রযুক্তি ব্যবহারে তাঁরা কিছুটা পিছিয়ে। তার জেরে প্রতারকদের সহজ টার্গেট হন তাঁরা। বিষয়টি মনে করিয়ে দিয়ে ফোনে আসা কোনও মেসেজ, ফোন সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকার উপদেশ দেন সিপি। তাঁর কথায়, ‘পরিচিত বা অপরিচিত নম্বর থেকে ডিজিটাল অ্যারেস্ট বা অনলাইন গ্রেপ্তারির কোনও ফোন এলে সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য নেওয়া উচিত।’