• বাড়ি ফাঁকা, গল্ফগ্রিনে দরজা ভেঙে গয়না-টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পিছনের দরজা ভেঙে ঢুকে গয়না, টাকা, ল্যাপটপ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে গল্ফগ্রিনে। তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে গল্ফগ্রিন থানা। ধৃতদের মধ্যে সঞ্জয় জানা বলে এক দুষ্কৃতী আছে। তার বিরুদ্ধে ২২টি চুরির মামলা রয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটি এক ব্যবসায়ী পরিবারের। ২৪ ডিসেম্বর রাতে পরিবারের কেউ ছিলেন না। বাড়ি তালাবন্ধ ছিল। ২৬ তারিখ ফেরার পর পিছনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরের ভিতর আলমারি ভাঙা অবস্থায় পড়েছিল। সোনার গয়না, ল্যাপটপ, নগদ টাকা সহ বহু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এরপর পুলিশে অভিযোগ জানান তাঁরা। পরিবারটির দাবি, সবমিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র চুরি গিয়েছে। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করে। তারই নাম সঞ্জয় জানা। বাকি দু’জন তারই শাগরেদ। গল্ফগ্রিন এলাকায় তল্লাশি চালিয়ে শুক্রবার রাতে তিনজনকে ধরে পুলিশ। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তদের পক্ষে লিগ্যাল এইডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, ‘তিন অভিযুক্ত ঘটনাস্থলে ছিল তার কোনও প্রমাণ নেই।’ সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, ‘তিন অভিযুক্ত যে ঘটনা ঘটিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা জানা গিয়েছে।’ সওয়াল-জবাব শেষে ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
  • Link to this news (বর্তমান)