• বিদেশি জাহাজ সংস্থার সঙ্গে ৬ কোটি টাকার প্রতারণা, দুই অভিযুক্তকে খুঁজছে লালবাজার
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাহাজ ভাড়া নিয়ে দক্ষিণ কোরিয়ার এক কোম্পানির সঙ্গে ছ’কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। অভিযুক্ত কোম্পানি সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে চুনাপাথর পাঠাবে বলে জাহাজ ভাড়া নিয়েছিল। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

    কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সিওলের ওই কোম্পানির জাহাজের ব্যবসা। তারা পণ্য পরিবহণের জন্য জাহাজ ভাড়া দেয়। কলকাতার লেক থানা এলাকায় গড়িয়াহাট রোডে তাদের শাখা অফিস রয়েছে। এই শাখা অফিসে যোগাযোগ করে মহারাষ্ট্রের ওই কোম্পানি। তারা ছ’কোটি টাকা দিয়ে  একটি জাহাজ ভাড়া নেয়। চুনাপাথর নিয়ে ওই জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহি থেকে চট্টগ্রামে যায়। মহারাষ্ট্রের সংস্থাটি ছ’কোটি টাকা পেমেন্ট করেছিল চেকে। সেই চেক বাউন্স করে। বারবার পেমেন্ট করতে বলা সত্ত্বেও ওই টাকা সিওলের কোম্পানির কোষাগারে জমা পড়েনি বলে অভিযোগ। টাকা না পেয়ে ওই বিদেশি কোম্পানি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লেক থানায় অভিযোগ দায়ের করে। তাতে দু’জনের নাম ছিল। অভিযুক্ত কোম্পানি আদালতের দ্বারস্থ হয়। আদালত দুই অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ না দিয়ে তদন্তে  সহযোগিতা করার নির্দেশ দেয়। কিন্তু তারা সহযোগিতা করছে না বলে অভিযোগ। তাদের খুঁজে না পেয়ে কয়েকদিন আগে আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)