৬ জানুয়ারি বীরভূমে অভিষেক, দেখা হতে পারে সোনালির সঙ্গে
দৈনিক স্টেটসম্যান | ০৪ জানুয়ারি ২০২৬
সোনালি বিবির ঘটনা ইতিমধ্যেই জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালি ও তাঁর পরিবারকে দিল্লি পুলিশ বাংলাদেশে পুশব্যাক করেছিল। পরে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশে সোনালি বিবি ও তাঁর সন্তানকে দেশে ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছিলেন, সুযোগ পেলে সোনালি বিবির সঙ্গে দেখা করবেন। তৃণমূল সূত্রে খবর, রামপুরহাটের সভার দিনই সেই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল।
জানা গিয়েছে, সভার আগের দিন অর্থাৎ ৫ জানুয়ারি সোনালি বিবিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। চিকিৎসকদের মতে, ৬ জানুয়ারি তাঁর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। সেদিনই সোনালির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। তৃণমূলের জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত চূড়ান্ত সফরসূচি হাতে আসেনি’। অন্যদিকে সোনালি বিবি বলেন, ‘আমার স্বামী-সহ চারজন এখনও কেন্দ্রের চক্রান্তে বাংলাদেশে আটক আছে। অভিষেকবাবু এলে তাঁদের ফিরিয়ে আনার আবেদন জানাব।’
৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুরের মাঠে অভিষেকের সভা। তার আগে শুক্রবার সেই মাঠ পরিদর্শন করেন তৃণমূলের নেতারা ও পুলিশ প্রশাসনের কর্তারা।