• চলছে মার্কিন আগ্রাসন, প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফরে নিষেধাজ্ঞা কেন্দ্রের
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন আগ্রাসনের কবলে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। গুরুতর এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিবৃতি জারি নয়াদিল্লির। বিশেষ প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফরে না যাওয়ার বার্তা বলা হয়েছে। শুধু তাই নয়, বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর জারি করেছে কেন্দ্র।

    শনিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনও ভারতীয় যেন ভেনেজুয়েলয়া না যান। বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের চলাফেরা নিয়ন্ত্রণ করার পরামর্শের পাশাপাশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। দেওয়া হয়েছে নির্দিষ্ট মেল আইডি ও ফোন নম্বর। বিদেশমন্ত্রকের প্রকাশিত মেল আইডি হল [email
  • Link to this news (প্রতিদিন)