• ভেনেজ়ুয়েলার ভবিষ্যৎ কী? বাংলাদেশে BNP নেতা খুনের তদন্ত, রবিবার আর কোন খবরে নজর?
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • শুক্রবার মধ্যরাতে ভেনেজ়ুয়েলার মাটিতে সামরিক অভিযান চালায় আমেরিকা। বন্দি করা হয় ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে। আপাতত ভেনেজ়ুয়েলার উপরে আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে বলেই জানানো হয়েছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরে।

    জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। রবিবার খড়্গপুরে একটি চা চক্রে যোগ দেবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্য দিকে, হাওড়ার শিবপুর ও উত্তর ২৪ পরগনার খড়্গপুরে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    দীপুচন্দ্র দাস, খোকন দাসের মৃত্যুর ঘটনায় রয়েছে বিতর্ক। শনিবার রাতে যশোর শহরের শঙ্করপুর এলাকায় আলমগির হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করা হয়। অশান্ত বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে।

    শনিবার বিকেলের দিকে সান্দাকফু ও ফালুটে তুষারপাত হয়। রবিবার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে আবহাওয়া? নজর থাকবে।

    SIR-এর জন্যে ইতিমধ্যেই শুনানি কেন্দ্র বাড়ানোর কথা বলেছে। হিয়ারিং-এ হেনস্থার ঘটনা কি কমবে? এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

  • Link to this news (এই সময়)