• নির্বাচনের আগে বৈঠকি-সভা সিপিএমের
    আনন্দবাজার | ০৪ জানুয়ারি ২০২৬
  • রাজ্যে বিধানসভা ভোটের আগে ধর্মকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে দলের ‘বাংলা বাঁচাও’ যাত্রার পরে দশ হাজার বৈঠকি-সভার যে লক্ষ্যমাত্রা নিয়েছিল সিপিএম, তা আরও বাড়াতে চাইছে তারা। ভোটের আগে, জানুয়ারির মধ্যে রাজ্য জুড়ে ২৫ হাজার বৈঠকি-সভা করার কথা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের মুখপত্রের ৬০ বছর উপলক্ষে প্রমোদ দাশগুপ্ত ভবনে আয়োজিত অনুষ্ঠান থেকে শনিবার তিনি এই কর্মসূচির কথা জানিয়েছেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করে প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিভাজন রোখার ডাক দিয়ে বলেছেন, “শ্রমজীবীর লড়াইকে দুর্বল করতে দেশ ও রাজ্যে ভাষা, ধর্ম, জাতের নামে বজ্জাতি চলছে। বিজেপি ও তৃণমূল আসলে ধর্ম ও রাজনীতিকে মিশিয়ে চলতে চায়। মানুষের সঙ্গে জীবন্ত সম্পর্ক গড়ে তুলতে হবে।” ‘বাংলা বাঁচাও’ যাত্রায় জনসংযোগের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সেলিম। বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের শিল্প, কৃষি, সংস্কৃতি-সহ সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর এখন নরেন্দ্র মোদী গোটা পর্বতমালা (আরাবল্লী) বিক্রি করেদিতে চাইছেন।’’
  • Link to this news (আনন্দবাজার)