• আইনজীবীকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল, রাজস্থানে গ্রেপ্তার বাংলার তরুণী
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • আইনজীবীকে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ উঠল একজন তরুণী ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে। ধৃত তরুণী প্রিয়াঙ্কা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও বর্তমানে তিনি দিল্লিতে থাকতেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে তাঁর সহযোগী কমল সিং নামে এক ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

    রাজস্থানের ওই আইনজীবীর অভিযোগ, প্রিয়াঙ্কা তাঁকে প্রেমের ফাঁদে ফেলে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করেছিলেন। এর পরে সেই ভিডিয়োকে হাতিয়ার করে প্রিয়াঙ্কা আইনজীবীকে ভয় দেখাতে শুরু করেন। ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার পাশাপাশি আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করার হুমকি দিয়ে ৪০ লক্ষ টাকা দাবি করেছিলেন প্রিয়াঙ্কা।

    পুলিশ সূত্রের খবর, প্রথমে ভয় পেয়ে ওই আইনজীবী অভিযুক্তদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। কিন্তু ক্রমাগত চাপের মুখে পড়ে ওই আইনজীবী শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে। এর পরে শনিবার প্রিয়াঙ্কা ও তাঁর সহযোগী কমল সিং-কে পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে আইনজীবীর ৫০ হাজার টাকাও পুলিশ উদ্ধার করেছে।

    পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তরা এর আগে অন্য কাউকে একইভাবে ফাঁদে ফেলেছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)