• CBI হেফাজতে চায় শাহজাহান-সঙ্গীকে, অনুমতি কোর্টের
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • এই সময়, বসিরহাট: ‘সন্দেশখালির ত্রাস’ বলে পরিচিত শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে পরিকল্পনামাফিক গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে খুনের চেষ্টায় অন্যতম অভিযুক্ত আব্দুল আলিম মোল্লাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করল সিবিআই।

    শনিবার বসিরহাট আদালতে এই আবেদন করা হলে আদালত তাতে সম্মতি দেয়। সন্দেশখালিতে দুর্ঘটনা ঘটিয়ে ভোলানাথকে খুনের চেষ্টা এবং তাঁর ছেলে ও গাড়ির চালকের খুনের মামলায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে রয়েছে আলিম মোল্লা। সিবিআই জানিয়েছে, তাদের পুরোনো মামলাতেই আব্দুল আলিমের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

    ২০২৪–এর ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালির সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সময়ে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির কর্মী–অফিসাররা। আদালতের নির্দেশে পরবর্তীতে এই মামলার তদন্তভার নেয় সিবিআই।

    এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারীরা বেশ কয়েকবার আলিম মোল্লাকে তলবও করেন। তাঁর বাড়িতে নোটিস পাঠানো হলেও তিনি সিবিআইয়ের ডাকে সাড়া দেননি বলে অভিযোগ। সিবিআইয়ের দাবি, আকুঞ্জিপাড়ার ঘটনায় জড়িত আলিম মোল্লা। এমনকী শাহজাহান জেলে যাওয়ার পরে সরবেড়িয়া এলাকায় শাহজাহানের সব কিছুই দেখাশোনা করতেন এই আলিম। ভোলানাথ ঘোষকে গাড়ি চাপা নিয়ে মারার চেষ্টার অন্যতম ষড়যন্ত্রীও তিনিই।

  • Link to this news (এই সময়)