• ওড়িশায় অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ! মৃত ২, আটক বহু
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার ঢেনকানালে এক অবৈধ পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আরও বেশকিছু কর্মী খাদানের ভেতরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে।

    জানা গিয়েছে, ঢেনকানালের গোপালপুর গ্রামের কাছে ওই পাথর খাদানে বিস্ফোরণ হয়েছে। স্থানীয় আধিকারিকদের দাবি, অবৈধ পদ্ধতিতে চলছিল ওই খাদান। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় প্রশাসন এবং পুলিশ পৌঁছে যায় ওই এলাকায়। ঘিরে ফেলা হয় ঘটনাস্থল। সাতটি উদ্ধারকারি দল মিলে আটকে থাকা কর্মীদের খনি থেকে বের করে আনার চেষ্টা করছে।

    সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। তাঁরা জানিয়েছেন, গভীর রাতে এই ঘটনা ঘটায়, ধ্বংসস্তূপের নিচে শ্রমিকরা আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। পাশপাশি, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা যায়, বিস্ফোরণের পরে খাদানের ভিতরের একটি অংশের মাটি ধসে যায়।

    সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে পাথরের ভাঙা টুকরো। পাশপাশি, বড় বড় পাথরের চাঁই ভেঙে পড়ছে খাদানের ভিতরে। খাদানের অন্যান্য কর্মী এবং স্থানীয় মানুষ শুরু উদ্ধার কাজ শুরু করেন বলে জানা গিয়েছে। এরপরেই, উদ্ধাকারী দল পৌঁছায় এলাকায়। কিছু আহত কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও, প্রশাসনের তরফে হতাহতের আসল সংখ্যা এখনও জানানো হয়নি।

    সরকারি সূত্রে জানা গিয়েছে, ঢেনকানাল জেলার খনি অফিস ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর খনি মালিককে খনন কাজ বন্ধ করার নির্দেশ দেয়। বাধ্যতামূলক ব্লাস্টিং অনুমোদন না থাকায় এই নির্দেশ জারি করা হয়। অভিযোগ, নির্দেশ অমান্য করে সাইটে ব্লাস্টিং অব্যাহত রাখে মালিক।
  • Link to this news (প্রতিদিন)