• ২০ লোকাল বাতিল হাওড়ায়, তিন দিনব্যাপী ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
    প্রতিদিন | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত কাজের কারণে শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। মোট ২০ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

    তারকেশ্বর স্টেশনে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে ৪ ঘণ্টা ৩০ মিনিট করে পাওয়ার ব্লক-এর প্রয়োজন। আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সাবওয়ে কাজের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে।

    সেই কারণে তারকেশ্বর শাখায় শনিবার রাতে ৩টি আপ ও ডাউন, রবিবার ১২টি এবং সোমবার ৫টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তারকেশ্বর স্টেশনে দেওয়া হয়েছে। বাতিল ট্রেনগুলোর মধ্যে রয়েছে, রবিবার ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট, ৩৭৩৭৪ গোঘাট-হাওড়া, ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট, ৩৭৪২১ তারকেশ্বর -আরামবাগ, ৩৭৩৭২ গোঘাট- তারকেশ্বর, ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর, ৩৭৪০২ গোঘাট-তারকেশ্বর, ৩৭৪২২ আরামবাগ-তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ হাওড়া-গোঘাট, ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া, ৩৭৪১৪ তারকেশ্বর-শেওড়াফুলি, ৩৭৪১৩ শেওড়াফুলি-তারকেশ্বর বাতিল হয়েছে।

    সোমবার ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া, ৩৭৪১৪ তারকেশ্বর-শেওড়াফুলি, ৩৭৪১৩ শেওড়াফুলি-তারকেশ্বর, ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট, ৩৭৪০২ গোঘাট-তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)