• ফের প্যারোলে মুক্তি ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত রাম রহিমকে
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • ফের মুক্তি পেল ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং। এ বার ৪০ দিনের জন্য ছাড়া হয়েছে ডেরা সাচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিমকে। সূত্রকে উদ্ধৃত করে রবিবার এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গুরমিত রাম রহিম সিংকে। এখন হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম। গত বছরে অগস্ট মাসে প্যারোলে ছাড়া হয়েছিল ডেরা সাচ্চা সওদার প্রধানকে।

    সূত্রের খবর, গত বছর জানুয়ারি মাসে ৩০ দিনের জন্য এবং এপ্রিল মাসে ‘ফারলো’-তে মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। এপ্রিল মাসে ছাড়া পাওয়ার পরেই উত্তরপ্রদেশের বাগপতে নিজের আশ্রমে গিয়েছিল সে। এ ছাড়াও দিল্লি বিধানসভা নির্বাচনের সময়ে একাধিক বার সাময়িক মুক্তি পেয়েছিল ডেরা সাচ্চা সওদার প্রধান।

    উল্লেখ্য, নিজের ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য এক সাংবাদিককে খুন হতে হয় বলেও অভিযোগ। এই খুনের ঘটনায়, ২০১৯ সালে, আরও তিন জনের সঙ্গে দোষী সাব্যস্ত হয় রাম রহিমও। প্রসঙ্গত, হরিয়ানার শীর্ষায় অবস্থিত ডেরার প্রধান কার্যালয়। হরিয়ানা ছাড়াও পাঞ্জাব এবং রাজস্থানে প্রচুর অনুগামী আছে রাম রহিমের।

    জানা গিয়েছে, সাজা পাওয়ার পরে এখনও পর্যন্ত অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছ রাম রহিম। ছাড়া পাওয়ার পরে বেশির ভাগ সময় সে সময় কাটিয়েছে বাগপতে ডেরা আশ্রমে।

  • Link to this news (এই সময়)