• লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সভায় পদ্ম-নেতার মন্তব্যে বিতর্ক
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • বাবলু সাঁতরা, ঘাটাল

    ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার মুখে। দাসপুরের কলাইকুন্ডু ময়দানে শুক্রবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের জনসভা ছিল। দলের পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে ওই সভায়তেই তিনি মঞ্চে ওঠার আগে দলের রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত বলেন, 'এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। তেমনই এমন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরাও আছেন, যাঁরা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্মফুলে, জোড়া ফুলে নয়।'

    তাঁর এমন মন্তব্য নিয়ে সভার শেষে সুকান্তকে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'এই ধরনের কথা সভামঞ্চ থেকে কেউ বলেছেন কিনা আমার জানা নেই। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে। তার নাম হয়তো পরিবর্তন করে অন্য কিছু থাকবে। অন্নপূর্ণা ভাণ্ডারও হতে পারে। সেটা আমরা ঠিক করব। তবে এটা বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল যা টাকা দেবে তার থেকে বেশি আমরা দেবো। মহিলাদের স্বামীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করব।'

    লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি নেতার মন্তব্য নিয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি বলেন, 'মহিলা বিরোধী বিজেপি। এরা বাংলা বিরোধী। ভয় পেয়ে মহিলাদের স্বামীদের দিয়ে গৃহবন্দি করে রাখার নিদান দিচ্ছে। এর জবাব বাংলার মা বোনেরা ভোটের সময়ে দেবে।'

    যদিও নিজের মন্তব্যে অনড় কালীপদর ব্যাখ্যা, 'লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যে সব মায়েরা তৃণমূলকে ভোট দিতে যাবেন তাঁদের বেকার ছেলেমেয়ে ও স্বামীদের কর্মসংস্থানের দিক বিবেচনা করে ভোট দেওয়া উচিত। না হলে তাঁদের ছেলেমেয়ে, স্বামীদেরই ব্যবস্থা নিতে হবে। রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থান নেই। মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তৃণমূলকে ভোট দেবে আর তাঁদের স্বামী, ছেলেরা ভিন রাজ্যে যাবে কাজ করতে।'

  • Link to this news (এই সময়)