• ‘ট্রাম্প মাদুরোকে তুলে আনতে পারলে, মোদী কেন…’, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওয়াইসি
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • মুম্বই হামলার অভিযুক্তদের পাকিস্তান থেকে ধরে আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসাদউদ্দিন ওয়াইসি। পাকিস্তান থেকে মুম্বই হামলার মাস্টারমাইন্ডদের তুলে নিয়ে আসার দাবি করলেন তিনি।

    হায়দরাবাদের সাংসদ তথা AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসির দাবি, যে ভাবে ভেনেজ়ুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা ধরে নিয়ে গিয়েছে সেই একই কায়দায় করে নিয়ে আসা হোক মুম্বই হামলার অভিযুক্তদের। ট্রাম্প ওই কাজ করতে পারলে কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা পারবেন না বলেও প্রশ্ন তুলেছেন তিনি।

    প্রসঙ্গত, শনিবার ভোর রাতে ভেনেজ়ুয়েলায় বিমান হামলা চালায় আমেরিকা। তার পরেই গ্রেপ্তার করা হয়েছে সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে। তাঁদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আমেরিকায় তাঁদের বিচার বলেও জানিয়েছে ট্রাম্পের প্রশাসন।

    আর এই গ্রেপ্তারির প্রসঙ্গ টেনেই ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্তদের তুলে নিয়ে আসার কথা বলেছেন ওয়াইসি। শনিবার, মুম্বইয়ে একটি সভায় এই কথা বলেন AIMIM-এর প্রধান। এরই সঙ্গে ইয়েমেনের শিবিরে হামলা চালিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সৌদি আরবে ধরে নিয়ে আসার কথাও উল্লেখ করেন তিনি।

    তাঁর দাবি, ট্রাম্প কারাকাসে হামলা চালিয়ে মাদুরোকে নিজের দেশে তুলে নিয়ে যেতে পারলে ভারতও ২৬/১১ হামলার অভিযুক্তদের তুলে নিয়ে আসতে পারবে।

    মুম্বই পুরসভা নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন ওয়াইসি। শনিবারের ওই সভায় তিনি বলেন, ‘যদি ট্রাম্প তাঁর সেনা পাঠিয়ে মাদুরোকে তুলে নিয়ে আসতে পারেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন পাকিস্তানে সেনা পাঠিয়ে মুম্বই হামলার চক্রান্তকারীদের ধরে আনতে পারবেন না? আপনার তো ৫৬ ইঞ্চি চওড়া ছাতি আছে। তাহলে কেন তাদের ধরে আনতে পারছেন না? সে মাসুদ আজাহার হোক বা লস্কর-ই-তৈবার সদস্য হোক, তাদের তুলে নিয়ে আসুন। ট্রাম্প এই কাজ করতে পারলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও তা করতে পারবেন।’

    উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলা হয়। ওই হামালায় মৃত্যু হয় অন্তত ১৭০ জনের। এই হামলার পিছনে পাকিস্তানের জঙ্গিদের হাত ছিল বলে দাবি করে ভারত।

  • Link to this news (এই সময়)