• ডাকাতির ছক বানচাল করে দু’জনকে গ্রেপ্তার পুলিশের, বাজেয়াপ্ত পিস্তল, কার্তুজ
    এই সময় | ০৪ জানুয়ারি ২০২৬
  • হুগলির মগরা থানা এলাকায় ডাকাতির ছক ভেস্তে দিলো পুলিশ।জানা গিয়েছে, ডাকাতির সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদে্র নাম অজয় ধুলে ওরফে সঞ্জয় (২৯) এবং রূপচাঁদ মান্ডি (৩৫)। রবিবার সকালে তাদের গ্রেপ্তার করে হুগলির মগরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অজয়ের বাড়ি দাদপুর থানার হারিট এলাকায় এবং রুপচাঁদের বাড়ি মগরা থানা এলাকার চাঁপারুইতে। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

    এলাকায় নাশকতামূলক কাজকর্ম হতে পারে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সতর্ক হয় পুলিশ। এলাকায় তল্লাশিও শুরু হয়। সেই তল্লাশি অভিযান চলাকালীনই দিগসুই এলাকায় পুলিশ আধিকারিক অক্ষয় পাল এবং পার্থ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দুই সন্দেহভাজনকে আটক করে। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ, ভোজালি এবং একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

    পুলিশ সুপার অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, মগরা থানা এলাকায় ডাকাতি করার পরিকল্পনা ছিল। সেই খবর জানতে পেরে সতর্ক হয়ে এলাকায় টহলদারিও শুরু করা হয়। সেই অভিযান চলাকালীনই ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক ধারায় মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

    ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পরিকল্পনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পিস্তলটি কোথা থেকে আমদানি করা হলো এবং বাইকটিও ধৃতদের নিজেদের নাকি চুরি করা হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)