রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের মাদপুর সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ দুর্ঘটনা। রেড সিগন্যালে প্রথমে দাঁড়িয়েছিল একটি যাত্রিবাহী সরকারি বাস। ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিল একটি মারুতিও। ওই মারুতিতে চালক, শিশু-সহ ছিলেন পাঁচ জন। এ দিন বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা মারুতিটিকে ধাক্কা দেয়। এর ফলে মারুতি গাড়িটি ঢুকে যায় সরকারি বাসের তলায়। দৃশ্যটি নজরে আসার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মারুতিটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন মারুতিতে সওয়ার পাঁচ জনই।
তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মারুতি চালককে মৃত ঘোষণা করেন। অন্য চার জন আপাতত চিকিৎসাধীন। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
এ দিকে দুর্ঘটনার সময়ে সেই রাস্তা ধরেই যাচ্ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনিও আহতদের হাসপাতালে পৌঁছনোর জন্য সাহায্য করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ট্রাকটি? তা নিয়ে উঠছে প্রশ্ন। ট্রাকটির চালক মদ্যপ ছিলেন কি না বা ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।