• প্রশাসনকে বুড়ো আঙুল, ফের পাহাড়ে গাড়ি আটক; ফিরলেন পর্যটকরা
    আজ তক | ০৪ জানুয়ারি ২০২৬
  • Darjeeling Tourist Car Problem: ফের পাহাড়ে সমতলের গাড়ি ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। শনিবার দার্জিলিংয়ে পর্যটকবাহী সমতলের একটি গাড়ি আটকে চালককে হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পর্যটকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সমতলের পর্যটন ও পরিবহণ সংগঠনগুলির মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

    দার্জিলিংয়ের ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) এস লেপচা বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পর্যটন ও পরিবহণ জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষে সম্রাট সান্যাল জানান, “অপ্রত্য়াশিত ঘটনা খবর পাওয়ামাত্র পুলিশকে জানানো হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। পাহাড়ের গাড়িচালক সংগঠনগুলিও এই ধরনের ঘটনার বিরোধিতা করছে বলে জানিয়েছে। আশা করছি, পরিস্থিতি আর খারাপ হবে না।”

    ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের ঘুম মনাস্টেরি এলাকায়। অভিযোগ, শনিবার সকালে শিলিগুড়ি থেকে আসা একটি পর্যটকবাহী গাড়ি ঘুম মনাস্টেরি দেখানোর জন্য রাস্তার ধারে দাঁড়াতেই কয়েকজন স্থানীয় ব্যক্তি ছুটে এসে গাড়িটি ঘিরে ধরেন। পর্যটক নামানোর আগেই চালককে গাড়ি ঘুরিয়ে নিতে চাপ দেওয়া হয়। অভিযোগ, পর্যটক নামালে গাড়ি ভাঙচুর করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পর্যটকদের প্রতিও দুর্ব্যবহার করা হয়।

    পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত ওই চালক পর্যটকদের নামানো ছাড়াই গাড়ি ঘুরিয়ে শিলিগুড়ির দিকে নেমে আসেন। পুরো ঘটনার ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করে তা সমতলের পরিবহণ সংগঠনের নেতাদের পাঠান চালক। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।

    এই ঘটনার জেরে সমতলের গাড়িচালক ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়। পর্যটন ও পরিবহণ জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে ভিডিও সহ গোটা বিষয়টি দার্জিলিং পুলিশের ডিএসপি (ট্রাফিক) এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে জানানো হয়। খবর পেয়ে দার্জিলিং পুলিশ ঘুম মনাস্টেরি এলাকায় পৌঁছায়। যদিও ততক্ষণে গাড়িটি পাহাড় ছেড়ে নেমে গিয়েছে।

    প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে দার্জিলিং ও আশপাশের দর্শনীয় স্থানগুলিতে গাড়ি চলাচল নিয়ে পাহাড় ও সমতলের মধ্যে টানাপড়েন চলছে। পাহাড়ের গাড়িচালক সংগঠনগুলির দাবি, সমতলের গাড়ি বেশি সংখ্যায় পর্যটক বহন করায় স্থানীয় চালকরা কাজ হারাচ্ছেন। তাঁদের রুজিরুটিতে টান পড়ছে। এই যুক্তিতে সমতলের গাড়িকে পাহাড়ের দর্শনীয় স্থানে ঢুকতে না দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে ‘চালক সংঘ’ নামে একটি সংগঠন।

    এর মধ্যেই বিভিন্ন সময়ে সমতলের গাড়ি ভাঙচুর, চালকদের হুমকি এবং পর্যটকদের হেনস্তার অভিযোগ উঠেছে। যদিও জেলা প্রশাসন পাহাড় ও সমতলের পর্যটন এবং পরিবহণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেয়, পাহাড় ও সমতলের সব গাড়িই সব দর্শনীয় স্থানে চলাচল করতে পারবে। পরে জিটিএ-র ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির বৈঠকেও একই নির্দেশ দেওয়া হয়। এক সপ্তাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও শনিবারের ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়াল।

     
  • Link to this news (আজ তক)