তৃণমূলের গুন্ডাগুলোকে এনকাউন্টার করব, আর দলদাস পুলিশের উর্দি খুলে নেবো। পথসভা থেকে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। পাল্টা জেল খাটা আসামি বলে বিজেপি বিধায়ককে কটাক্ষ তৃণমূলের। প্রসঙ্গত, শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির দক্ষিণ মণ্ডল-একের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথ সভায় ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল এবং পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন- ২০২৬-এ মানুষ বিজেপিকে বাংলার মসনদে বসাবে। দলদাস পুলিশ এবং তৃণমূলের হার্মাদ বাহিনীর গুন্ডাগুলো কান খুলে শুনে রাখুন, সবগুলোকে দেখে নেব। গুন্ডাগুলোকে এনকাউন্টার করব, আর এই দলদাস পুলিশগুলোর উর্দি টেনে খুলে নেব।
তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে স্বপন মজুমদার আরও বলেন- ওদের চোর গুন্ডা বদমাশদের বলছি, একটা বিজেপি কর্মীর গায়ে যদি হাত ওঠে, ওই আঙুলটা স্বপন মজুমদার ভেঙে দেবে। বিজেপির কার্যকর্তাদের বলছি তাদের গায়ে কেউ হাত দিলে তাঁর ঘাড় মটকে আমার কাছে নিয়ে আসবে। থানা, পুলিশ, কোর্ট কাছারি যা আছে আমি স্বপন মজুমদার বুঝে নেবে। তাঁর বাবা যদি জন্ম দিয়ে থাকে স্বপন মজুমদারের সামনে আসুক আর দেবব্রতর গায়ে হাত দিয়ে দেখাক। আমি স্বপন মজুমদার বলে দিয়ে যাচ্ছি, দেবব্রত বসাকের গায়ে যদি হাত পড়ে তাঁর কোনও পরিবার থাকবে না।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এর ব্যাখ্যা দিতে গিয়ে স্বপন মজুমদার বলেন- বিজেপি করছে বলে তৃণমূলের নেতারা হুমকি দিয়ে বলে যাচ্ছে রাস্তার ধারে রেললাইনের পাশে পড়ে থাকলে আমাদের দোষ দেবেন না। সেক্ষেত্রে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে এই মানুষদের কী করা উচিত? পুলিশকে দিয়ে এনকাউন্টার করতে হবে। তৃণমূল মানুষকে প্রাণে শেষ করার হুমকি দিচ্ছে, আমরা পুলিশ দিয়ে এনকাউন্টার করাবো ভাবছি, আইনের মাধ্যমে।
স্বপন মজুমদারের বক্তব্য প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন- স্বপন মজুমদার একটা অসামাজিক লোক। মাদক পাচারের জেল খাটা আসামি। আমরা পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। বিধায়ক পদ খারিজ হোক আমরা সেটা চাইছি। স্বপন মজুমদারকে মূর্খ বলেও কটাক্ষ করেছেন তিনি।