• বাংলায় আরও এক BLO-র মৃত্যু, SIR নিয়ে টেনশন বলে দাবি
    আজ তক | ০৪ জানুয়ারি ২০২৬
  • রাজ্যে ফের এক BLO-র মৃত্যু। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের ইছামারি এলাকায়। মৃতের নাম আশিস ধর। অভিযোগ কাজের চাপ সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

    পরিবারের দাবি, ৩ জানুয়ারি আশিস ধরের নির্দিষ্ট বুথের হেয়ারিং ছিল। SIR নিয়ে খুব চিন্তায় ছিলেন তিনি। ২ জানুয়ারি রাত থেকেই থেকেই প্রচুর টেনশন করছিলেন বলে জানা গিয়েছে। এরপর তাঁর মৃত্যু হয়। 

    BLO মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসে তৃণমূল নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে ঘাসফুল শিবির। আশিস ধরের পরিবারের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছে তাঁরা। সেই সঙ্গে নির্বাচন কমিশন সহ বিজেপিকে একযোগে আক্রমণ শানানও হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। 

    জানা গিয়েছে, কোচবিহারের ইছামারি বানেশ্বরের ১০৩ নম্বর বুথের BLO হিসাবে কাজ করছিলেন আশিসবাবু। শনিবার তাঁর বুথের ম্যাপিং না হওয়া ভোটারদের শুনানি প্রক্রিয়া ছিল। কিন্তু শুক্রবারই মৃত্যু হয় তাঁর।

    উল্লেখ্য বিষয় হল, SIR শুরু হতেই রাজ্যজুড়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ২০০২  ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটার মারা গিয়েছেন। আবার  SIR ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল BLO-রা যুক্ত রয়েছে তারাও কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন, বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। 

    - মনসুর হাবিবুল্লাহ

     
  • Link to this news (আজ তক)