• ওড়িশার ঢেঙ্কানলে অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ, মৃত ২
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • কটক, ৪ জানুয়ারি: অবৈধ পাথর খাদানে জোরালো বিস্ফোরণের জেরে মৃত্যু হল দু’জন শ্রমিকের। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বহু শ্রমিক। গতকাল, শনিবার গভীর রাতে ওড়িশার ঢেঙ্কানলে ঘটেছে ঘটনাটি। ঢেঙ্কানলের গোপালপুরে একটি অবৈধ পাথর খাদানে বিস্ফোরণটি হয়। দীর্ঘক্ষণ বাদে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকল। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারিদিকে পাথর ছড়িয়ে রয়েছে। একটি বড়ো পাথর খাদানের মুখে আটকে রয়েছে। তার মধ্যেই চাপে পড়ে রয়েছেন শ্রমিকরা। গতকাল, শনিবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে।প্রথমে উদ্ধারকাজ শুরু করেন গ্রামবাসীরাই। পরে পুলিশ গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। দু’জন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে ওই পাথর খাদানে পৌঁছোন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এখনও কোনও শ্রমিক ধ্বংসস্তূপে আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ফলে খাদানের ভিতরের মাটি ধসে যায়, যার ফলে ঘটে দুর্ঘটনাটি, প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। 
  • Link to this news (বর্তমান)