• নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ধৃত তিন নাবালক
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • হুবলি, ৪ জানুয়ারি: বাড়িতে বাবা-মা নেই! সেই সুযোগে প্রতিবেশী নাবালিকাকে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল তিন নাবালক। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুবলিতে। ইতিমধ্যেই ওই তিন অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই নাবালক পড়াশুনো করে, একজন স্কুল ড্রপ আউট। ধর্ষণ করার সময়ে ভিডিও করে রাখে ওই নাবালকরা। আর সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে ওই নাবালিকাকে। যাতে সে পুলিশের দ্বারস্থ না হয়।ইতিমধ্যেই ওই নাবালকদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকদিন আগেই হুবলিতে ঘটেছে ঘটনাটি। নির্যাতনের কথা বাবা-মাকে বলে ওই নাবালিকা। তারপরেই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই তিন নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)