নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়লেও দক্ষিণে বাড়ছে তাপমাত্রা। ওড়িশা উপকূলে অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্ত। সেই কারণে একাধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম।এদিন শহরের আকাশে সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার হয়ে যাবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। তবে সিকিমে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জানা গিয়েছে। সান্দাকফুতে এই মুহূর্তে তাপমাত্রা -২ ডিগ্রি সেলসিয়াস।