• রোল অবজারভার সি মুরুগানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ডিজিপির কাছ থেকে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোল অবজারভার সি মুরুগানের নিরাপত্তা সংক্রান্ত ঘটনার জেরে রাজ্য পুলিশের বিরুদ্ধে কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। নির্দেশে জানানো হয়েছে, আগামী ৬ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে।নির্বাচন কমিশনের চিঠিতে স্পষ্ট প্রশ্ন তোলা হয়েছে, আগাম জানানো সত্বেও কেন রোল অবজারভার পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাননি। স্পর্শকাতর এলাকায় পরিদর্শনের সময়ে কেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত শুনানির সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্লোগান, জমায়েত এবং অবজারভারের গাড়ির ক্ষতিসাধনের ঘটনাও ঘটে।এই ঘটনাকে ‘গুরুতর নিরাপত্তা ত্রুটি’ বলে উল্লেখ করেছে কমিশন। একই সঙ্গে ভবিষ্যতের জন্য কড়া নির্দেশও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী দিনে যে সমস্ত স্পর্শকাতর এলাকায় রোল অবজারভার বা বিশেষ রোল অবজারভাররা পরিদর্শনে যাবেন, সেখানে বাধ্যতামূলকভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখতে হবে। সেই নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন সিনিয়র পুলিশ অফিসার। নির্বাচনি প্রক্রিয়ার সুরক্ষা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই কড়া অবস্থান প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)