• এসআইআর: অসুস্থ অবস্থায় শুনানি থেকে ফিরে মৃত্যু হল এক বৃদ্ধের, চাঞ্চল্য
    বর্তমান | ০৪ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: এসআইআর নিয়ে আতঙ্কের মাঝেই ফের মৃত্যু হল এক বৃদ্ধের। এসআইআরের শুনানিতে ডাক আসতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তারপর অসুস্থ হয়েও পড়েন। এমনটাই দাবি পরিবারের। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। অক্সিজেনের নল গুঁজে শুনানির জন্য গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, তারপরে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। গত, শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় জয়নগরের ওই অসুস্থ বৃদ্ধের। ঘটনা ঘটেছে জয়নগর ২ নং নম্বর ব্লকের উত্তর ঠাকুরচক এলাকায়। মৃত বৃদ্ধের নাম নাজিতুল মোল্লা।মৃতের পরিবারের দাবি, ২০০২-এর তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধ নাজিতুল মোল্লা (৬৮)।  তিনি আতঙ্কিত হয়ে পড়লে তাঁকে ডায়মন্ডহারবার  হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে নিয়ে চিকিৎসার জন্য যেতে হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। এরই মধ্যে এসআইআর-এর শুনানির জন্য ডাক আসে তাঁর। হাসপাতাল থেকে ছুটি নিয়ে, নাকে অক্সিজেনের নল গুঁজেই শুনানিতে হাজির হন তিনি। শুনানি শেষে ফের হাসপাতালে ফিরতেই মৃত্যু হয় নাজিতুলের। মৃতের পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই এসআইআর নিয়ে দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তার উপর শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ। এই বিষয়ে জয়নগর ২ নং ব্লকের তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিন বলেন, নাজিতুল মোল্লার মৃত্যু মর্মান্তিক। ওনার পূর্ব পুরুষরা এখানকার বাসিন্দা। তারপরেও শুনানিতে ডেকে অসুস্থ মানুষকে এভাবে হেনস্তা করার ফলে ওনার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কমিশনকেই নিতে হবে।’
  • Link to this news (বর্তমান)